ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

৬ পৌষ ১৪৩২, ২৯ জমাদিউস সানি ১৪৪৭

হাদির জানাজা উপলক্ষে পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১১:২০, ২০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:২০, ২০ ডিসেম্বর ২০২৫

হাদির জানাজা উপলক্ষে পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবেন ৮৭০ জন আনসার সদস্য।

আজ শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসমান হাদির নামাজে জানাজা শনিবার দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

এই নামাজে জানাজাকে কেন্দ্র করে সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবে ৮৭০ জন আনসার সদস্য।

জানা গেছে,  হাদির জানাজার নিরাপত্তায় থাকবে তিন শ্রেণির আনসার বাহিনী। এর মধ্যে ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার ও টিডিপি স্বেচ্ছাসেবক। এই তিন শ্রেণির ৮৭০ জন আনসার সদস্য নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবে। এর বাইরে পরিচালক থাকবে ৪ জন, ডেপুটি পরিচালক থাকবে ৭ জন এবং উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা থাকবে ১২ জন।

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন