ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১১:২৯, ৯ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১১:৩০, ৯ জানুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা জটিলতার কারণে দুটি আসনের ভোটের কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন। আদালতের আদেশে এ দুটি আসনের ভোটের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে ইসি।
আজ শুক্রবার (০৯ জানুয়ারি) নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে আদালতের আদেশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।
ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে পাবনা- ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। আপিল বিভাগের পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত ওই দুটি আসনে নির্বাচনী কার্যক্রম স্থগিত থাকবে।’
কমিশন জানিয়েছে, আইনি জটিলতা নিরসন সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে দেশের অন্যান্য আসনে নির্বাচনী কার্যক্রম যথারীতি চলবে।
এএ
ব্যাংকার প্রতিবেদন