ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

২ মাঘ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

চট্টগ্রাম বন্দরে নিয়োগ পেলেন ৯ জুলাই যোদ্ধা

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২১:২৫, ১৩ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২১:২৫, ১৩ জানুয়ারি ২০২৬

চট্টগ্রাম বন্দরে নিয়োগ পেলেন ৯ জুলাই যোদ্ধা

চট্টগ্রাম বন্দরে ৯ জন জুলাই যোদ্ধাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বন্দরের চিফ পারসোনেল অফিসারের এক দপ্তরাদেশে তাদের পদায়ন করা হয়।

সংস্থাটির বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল সোমাবার (১২ জানুয়ারি) তাদের সঙ্গে চুক্তি সম্পাদনের পর এ নিয়োগ কার্যকর করা হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চীফ পারসোনেল অফিসারের কার্যালয় থেকে জারি করা দপ্তরাদেশে জানানো হয়, বোর্ড সিদ্ধান্ত অনুসারে, বন্দরের কাজের স্বার্থে গেজেটভুক্ত এ জুলাই যোদ্ধাদের বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ সেবা সহযোগী/সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

তারা চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্র, প্রশাসন বিভাগ, নৌ-বিভাগ, নৌ-প্রকৌশল বিভাগ, বিদ্যুৎ বিভাগ, হাইড্রোগ্রাফি বিভাগ, অর্থ ও হিসাব বিভাগ, পরিকল্পনা বিভাগ এবং চট্টগ্রাম বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্তরা হলেন- আরবী মোহাম্মদ আল মিরাজ, মোহাম্মদ সাকিল, মো. মেহেরাজ হোসেন, মাহবুবুল আলম, মো. শেফাতুল কাদের, সাইফুল ইসলাম, মোহাম্মদ তারেক, মো. আমির হোসেন ও মো. ইব্রাহীম। তারা সবাই গেজেটভুক্ত জুলাই যোদ্ধা।

নিয়োগপ্রাপ্তরা চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্র, প্রশাসন বিভাগ, নৌ-বিভাগ, নৌ-প্রকৌশল বিভাগ, বিদ্যুৎ বিভাগ, হাইড্রোগ্রাফি বিভাগ, অর্থ ও হিসাব বিভাগ, পরিকল্পনা বিভাগ এবং চট্টগ্রাম বন্দর বালিকা উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করবেন। চুক্তি অনুযায়ী প্রশিক্ষণ সেবা সহযোগীরা ২৬ হাজার ৬৩৬ টাকা ও সহকারী পাবেন প্রায় ২১ হাজার টাকা।

দপ্তরাদেশে আরো বলা হয়েছে, সংশ্লিষ্ট বিভাগগুলো মাসিক ভিত্তিতে তাদের হাজিরা শিট প্রশাসন বিভাগে পাঠাবে। এর ভিত্তিতে প্রশাসন বিভাগ সেবামূল্যের বিল প্রস্তুত করে অর্থ ও হিসাব বিভাগে পাঠাবে। অর্থ ও হিসাব বিভাগ সংশ্লিষ্টদের নিজ নিজ ব্যাংক হিসাবে মাসিক সেবামূল্য পরিশোধের ব্যবস্থা নেবে।

এ ছাড়া চুক্তিবদ্ধ প্রশিক্ষণ সেবা সহযোগী ও সহকারীদের আগামী সাত দিনের মধ্যে তাদের ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য জমা দিতে বলা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক বলেন, জুলাই যোদ্ধাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নয়জনকে অস্থায়ীভিত্তিতে এক বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী তারা থোক টাকা পাবেন।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন