ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৮:২৫, ৯ মে ২০২৫ | আপডেট: ১৮:২৫, ৯ মে ২০২৫
এবার বায়োমেট্রিক ‘ফেস আইডি’ ও ‘ফিঙ্গারপ্রিন্ট’র মাধ্যমে পেমেন্ট ও মোবাইল রিচার্জ করার সুবিধা চালু করলো বিকাশ। এর ফলে বিকাশ অ্যাপ ব্যবহারকারীদের লেনদেন হবে এখন আরও নিরবচ্ছিন্ন, দ্রুত ও নিরাপদ।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আর্থিক সেবা দেওয়া এ কোম্পানি।
বিকাশ বলেছে, পেমেন্ট ও মোবাইল রিচার্জে ‘ফেস আইডি’ ও ‘ফিঙ্গারপ্রিন্ট’ সুবিধার ফলে গ্রাহকের লেনদেন আরও নিরবচ্ছিন্ন, দ্রুত ও নিরাপদ হয়েছে। ফলে এখন থেকে ১০০০ টাকা পর্যন্ত বিকাশ পেমেন্ট ও মোবাইল রিচার্জের ক্ষেত্রে বারবার পিন বা গোপন নম্বর দিতে হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকরা অ্যাপের লগইন স্ক্রিন অথবা প্রোফাইল থেকে অপশনগুলো চালু করতে পারবেন। এর জন্য বায়োমেট্রিক অপশনে ক্লিক করে পিন নম্বর দিতে হবে। এরপর থেকে প্রতিবার লগইন ও লেনদেনে পিন দিতে হবে না। ডিভাইসে সেট করা ‘ফেস আইডি’ অথবা ‘ফিঙ্গারপ্রিন্ট’ দিয়েই লগইন ও লেনদেন করা যাবে।
প্রয়োজনে গ্রাহকরা ‘ফেস আইডি’ বা ‘ফিঙ্গারপ্রিন্ট’ সেবাটি বন্ধও করতে পারবেন। আর নতুন ডিভাইস থেকে লগইন করলে, পিন পরিবর্তন করলে বা অ্যাপ আনইন্সটল করলে সেবাটি স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে তা আবার চালু করতে হবে।
এ ছাড়া নিরাপত্তার স্বার্থে বায়োমেট্রিক লগইন ও লেনদেন সেবাটি এক বছর পর আবার নতুন করে চালু করতে হবে।
বিকাশ অ্যাপ থেকে এই মুহূর্তে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশইন, ক্যাশ আউট, মার্চেন্ট পেমেন্ট, অ্যাড মানি, ইউটিলিটি বিল পেমেন্ট, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের ফি পরিশোধ, ই-টিকেটিং, ডোনেশন, বিদেশ থেকে রেমিটেন্স গ্রহণ, ইন্স্যুরেন্স ও মাইক্রোফাইন্যান্স-এর পেমেন্ট, ডিজিটাল ন্যানো লোন ও সেভিংসসহ নানান সেবা ব্যবহার করছেন গ্রাহকরা।
গ্রাহক-বান্ধব সেবার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল লাইফস্টাইল অ্যাপে পরিণত হওয়ার লক্ষ্যে নিরন্তর উদ্ভাবন অব্যাহত রেখেছে বিকাশ।
এএ
ব্যাংকার প্রতিবেদন