ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

৮ অগ্রাহায়ণ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

বিকাশ অ্যাপের মাধ্যমে খোলা হয়েছে ৫০ লাখ ডিপিএস

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২২:৩৭, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ২২:৩৮, ১৯ নভেম্বর ২০২৫

বিকাশ অ্যাপের মাধ্যমে খোলা হয়েছে ৫০ লাখ ডিপিএস

চালু হওয়ার মাত্র চার বছরেই বিকাশ অ্যাপ থেকে গ্রাহকরা খুলেছেন ৫০ লাখের বেশি ডিপিএস। চারটি বাণিজ্যিক ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানে এই ডিপিএস অ্যাকাউন্টগুলো খোলা হয়।

বিকাশ অ্যাপ থেকে যেসব সঞ্চয়ী হিসাব খোলা হয়েছে তার ৩০ শতাংশই নারীদের। আর মোট সঞ্চয়ী হিসাবের ৮০ শতাংশ হিসাবধারী বসবাস করেন ঢাকা ও চট্টগ্রামের বাইরে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিকাশ।

এতে বলা হয়, ৬৪ জেলার গ্রাহকই বিকাশের মাধ্যমে সঞ্চয়ী হিসাব খুলেছেন। সঞ্চয়ী হিসাবের ৫৫ শতাংশ খোলা হয়েছে ব্যাংকিং সময়ের পর। অর্থাৎ গ্রাহকেরা নিজেদের সুবিধামতো সময়ে সেবা নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যেসব গ্রাহকের মাসিক সঞ্চয়ী হিসাব ইতোমধ্যে মেয়াদপূর্ণ হয়েছে, তাঁদের ৯৬ শতাংশ বিকাশ অ্যাপের মাধ্যমে মাসিক সঞ্চয়ী হিসাব খোলার আগ্রহ প্রকাশ করেছেন।

প্রতিষ্ঠান ও সঞ্চয়ী হিসাবের ধরনভেদে (সাপ্তাহিক বা মাসিক) বিকাশে ছয় মাস থেকে সর্বোচ্চ চার বছর মেয়াদে সঞ্চয়ী হিসাব খোলা যায়। এসব মাসিক সঞ্চয়ী হিসাবে ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারেন একজন গ্রাহক।

অ্যাপের মাধ্যমে একজন গ্রাহক মাসিক সঞ্চয়ী হিসাবের টাকা জমা ও মুনাফা দুটোই দেখতে পারবেন। আর সঞ্চয়ী হিসাব মেয়াদপূর্ণ হলে ‘ক্যাশ আউট’ খরচ ছাড়াই মুনাফাসহ মূল অর্থ তুলতে পারবেন গ্রাহক।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২১ সালে আইডিএলসি ফাইন্যান্সের মাসিক ডিপিএস সেবা দিয়ে যাত্রা শুরু করেছিল বিকাশ। এখন এই সেবায় যুক্ত হয়েছে ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক।

আর বিকাশ অ্যাপে মাসিক ডিপিএসের পাশাপাশি সাপ্তাহিক ডিপিএস সেবা চালু হয় ২০২৪ সালের প্রথমার্ধে। সাধারণ ডিপিএস ছাড়াও যে গ্রাহকেরা ইসলামি শরিয়াহ মোতাবেক সঞ্চয়ে আগ্রহী, তাঁদের জন্য রয়েছে দুটি ব্যাংকের ইসলামিক মাসিক সঞ্চয়ী হিসাব।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন