ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫

৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ জ্বিলকদ ১৪৪৬

এমবিএমে ব্যাংকার হতে চাইলে

দি ব্যাংকার ডেস্ক

প্রকাশ: ২০:০৩, ৩ মে ২০২৫ | আপডেট: ২১:১৪, ৩ মে ২০২৫

এমবিএমে ব্যাংকার হতে চাইলে

সম্প্রতি স্নাতক সম্পন্ন করেছেন? ইচ্ছে আছে ব্যাংকার হওয়ার? সেজন্য ভালো পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হওয়ার আকাঙ্ক্ষা থাকাই স্বাভাবিক। বিশেষত অনেক ব্যাংক সুনির্দিষ্ট পদে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এমবিএ বা সংশ্লিষ্ট প্রোগ্রামকে গুরুত্ব দিয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে কিছু প্রফেশনাল প্রোগ্রামও থাকে যেগুলো ব্যাংকার হওয়ার জন্য আধুনিক কারিকুলাম সরবরাহ করে। এক্ষেত্রে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মাস্টার্স অব ব্যাংক ম্যানেজমেন্ট কিংবা এমবিএম প্রোগ্রামটি একবার দেখে নিতে পারেন। প্রফেশনাল পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রাম হিসেবে ইতোমধ্যে এমবিএম অনেকের মনোযোগ আকর্ষণ করেছে। আজ আমরা এ প্রোগ্রামটি নিয়েই সবিস্তারে আলোচনা করব। 

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট চলতি মাসের ২৭ তারিখ থেকে এমবিএম প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি শুরু করবে। আবেদন নেওয়া বন্ধ হবে ২৫ জুন এবং পরীক্ষা আয়োজিত হবে ২৭ জুন, ২০২৫ তারিখে। 

 

এমবিএম প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত

বিআইবিএম যাত্রা শুরু করে ১৯৯৭ সালে। প্রতিষ্ঠালগ্নে প্রতিষ্ঠানটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। ২০০৬ সালে প্রতিষ্ঠানটি প্রথম ইভেনিং এমবিএম প্রোগ্রাম চালু করে। পরবর্তীতে ২০১১ সালে প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হয়। এরপর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় নির্ধারিত সিলেবাসের ভিত্তিতে পাঠ্যক্রম পরিচালিত হয়।

রাজধানীর মিরপুর-২ এলাকায় সুন্দর ক্যাম্পাসে এর পাঠদান করা হয়। প্রতিষ্ঠানটির পাশেই রয়েছে টাকার যাদুঘর এবং ব্যাংকার ট্রেইনিং ইনস্টিটিউট। বিআইবিএম ব্যাংকিং ব্যবস্থাপনায় উচ্চশিক্ষা, গবেষণা এবং নানা সেমিনারের আয়োজন করে থাকে। গবেষণার উপযুক্ত ব্যবস্থার পাশাপাশি প্রতিষ্ঠানটিতে রয়েছে ৩০ হাজার ব্যাংকিং বিষয়ক বইয়ের সমৃদ্ধ লাইব্রেরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা স্কুল অব ব্যাংক ম্যানেজমেন্ট হিসেবে প্রতিষ্ঠানটির মাস্টার্স অব ব্যাংক ম্যানেজমেন্ট প্রোগ্রাম ইতোমধ্যে অনেক শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ করেছে।  

প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান দি ব্যাংকারকে জানান, বিআইবিএম ২৮ মাস মেয়াদী এমবিএম প্রোগ্রামের পাশাপাশি ইভেনিং অর্থাৎ ইএমবিএম প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করে। এ জন্য আমাদের ওয়েবসাইটে সব তথ্য সুশৃঙ্খলভাবে সাজিয়ে দেওয়া হয়। অন্য অনেক প্রতিষ্ঠানের তুলনায় এখানে খরচ তুলনামূলক কম। কোর্স আউটলাইনও ভালো। কিন্তু যেহেতু এ প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য কম এবং সংবাদমাধ্যমেও প্রচার কম তাই অনেক শিক্ষার্থী জানেন কম। তবে আস্তে আস্তে প্রতিষ্ঠানটি সম্পর্কে শিক্ষার্থীরা সচেতন হতে শুরু করেছেন।

 

ভর্তি হওয়ার জন্য

যেকোনো বিষয়ে স্নাতক সম্পন্ন করেই এখানে ভর্তি হওয়ার আবেদন করা যাবে। তবে ৫ পয়েন্টের স্কেলে কাউকে সিজিপিএ ৩.৭৫ এবং চার পয়েন্ট স্কেলে সিজিপিএ ৩.০ পেতে হবে। কারো যদি স্নাতকে কোনো বর্ষে সিজিপিএ ২.৮১৩-এর নিচে হলে বা তৃতীয় শ্রেণী থাকলে আবেদন করা যাবে না।

প্রার্থীরা অনলাইন ও অফলাইন দুটো ক্ষেত্রেই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের জন্য প্রতিষ্ঠানটির (admission.bibm.org.bd) লিংকটিতে যেতে হবে। তবে কেউ যদি অফলাইনে আবেদন করতে চান তাহলে কর্মদিবস চলাকালীন সময়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিরপুর-২ এ অবস্থিত বিআইবিএম এর ঢাকা স্কুল অব ম্যানেজমেন্ট স্কুলের চতুর্থ তলায় প্রশাসনিক ভবন থেকে ফরম সংগ্রহ করতে পারবেন। আবেদন ফরমের জন্য কোনো বাড়তি খরচ দিতে হবে না।

 

এমবিএম কোর্সের আউটলাইন

এমবিএম প্রোগ্রামে ২৮ মাস অর্থাৎ ২ বছর ৪ মাসে পাঁচটি সিমেস্টারের অধীনে ৬৬ ক্রেডিট ঘণ্টা সম্পন্ন করা হয়। শেষ সিমেস্টারে শিক্ষার্থীকে অভিসন্দর্ভ কিংবা ইন্টার্নশিপ প্রতিবেদন দাখিল করে পাশ করতে হয়। গোটা প্রোগ্রামে শিক্ষার মাধ্যম ইংরেজি এবং প্রোগ্রামের অধীত বিষয়গুলোকে দুটো আউটলাইনে ভাগ করা হয়েছে। প্রথমত, আবশ্যক হিসেবে ১৭টি কোর্সের মধ্যে ১০টি কোর্স বাছাই করতে হবে।

আবশ্যক বা Fundamental Courses-এর তালিকা দেওয়া হলো:

 

MBM 501 : Principles and Practices of Banking

MBM 502 : Business Communication

MBM 503 : Principles of Accounting

MBM 504 : Business Mathematics

MBM 505 : Microeconomics

MBM 506 : Fundamentals of Management

MBM 507 : Macroeconomics

MBM 508 : Business Statistics

MBM 509 : Financial Management

MBM 510 : Marketing of Financial Services

MBM 511 : Financial Statement Analysis and Valuation

MBM 512 : Commercial Bank Management

MBM 513 : Corporate Governance and Ethics in Banks

MBM 514 : International Trade and Finance

MBM 515 : Central Banking

MBM 516 : Risk Management in Banks

MBM 517 : Credit Management in Banks

 

এছাড়া ইলেক্টিভ হিসেবে ১৬টি কোর্স থেকে ৩টি কোর্স বাছাই করা যাবে। কোর্সগুলো হলো:

 

MBM 518 : Digital Transformation in Banks

MBM 519 : Islamic Banking

MBM 526 : Rural and Agricultural Banking

MBM 527 : Financial Engineering and Derivatives

MBM 520 : International Financial Management

MBM 528 : Project Management

MBM 521 : Business Research Methodology

MBM 529 : Sustainable Banking

MBM 522 : Strategic Management

MBM 530 : Treasury Management and Operations

MBM 523 : Investment Banking

MBM 531 : Insurance in Banking

MBM 524 : Human Resource Management

MBM 532 : Corporate Finance

MBM 525 : Entrepreneurship Development

MBM 533 : Cases in Banking

 

পরীক্ষার প্রস্তুতি

এমবিএম প্রোগ্রামের পরীক্ষা তিনটি ভাগে বিভক্ত; বহুনির্বাচনী অংশ, লিখিত অংশ এবং ভাইবা। বহুনির্বাচনী ও লিখিত অংশ  মিলিয়ে ১৩০ মার্কের পরীক্ষা প্রার্থীদের দিতে হয়। এখানে মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের ২০ মার্কের ভাইবা দিতে হয়। ভাইবা পার করতে পারলেই ভর্তি হওয়া যাবে এ প্রোগ্রামে।

এমবিএম প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীদের ৮০ মার্কের বহুনির্বাচনী পরীক্ষা দিতে হবে। বহুনির্বাচনী অংশটি চার ভাগে বিভক্ত যেখানে ইংরেজি দক্ষতার ওপর ২০ মার্ক, গণিতে ৩০, গাণিতিক যুক্তি ও বিশ্লেষণে ২০ মার্ক এবং সাধারন জ্ঞান ও সমসাময়িক বিষয়ে ১০ মার্ক।

এছাড়া ৫০ মার্কের লিখিত পরীক্ষায় অনুবাদে ২০ মার্ক, এনালিটিক্যাল এবিলিটিতে ১৫ মার্ক এবং বর্ণনামূলক লেখায় ১৫ মার্ক নির্ধারণ করা হবে।

যারা এ ধাপ পার করতে পারবেন তাদের ভাইভার মুখোমুখি হতে হবে।

 

প্রস্তুতি নিবেন যেভাবে

এমবিএম প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য ইংরেজিতে বেশি জোর দিতে হবে। বিশেষত Antonym, Synonym, Analogy, Substituting in a single word, Appropriate Preposition, Sentence Correction, Sentence Completion, Reading Comprehensionএসব বিষয়ে গুরুত্ব দিতে হবে।

পাশাপাশি এনালিটিক্যাল এবিলিটির জন্য বাড়তি মনোযোগ দিতে হবে। গুরুত্ব দিতে হবে এ সংশ্লিষ্ট পড়ায়।

আরও পড়ুন