ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হলো হাদিকে

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৮:২৯, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৩০, ১৫ ডিসেম্বর ২০২৫

উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হলো হাদিকে

উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। হাদিকে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স আজ সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) ত্যাগ করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শুক্রবার বিকালে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় অনুষ্ঠিত এক জরুরি টেলিকনফারেন্সে হাদিকে বিদেশে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

গত দুই দিনে হাদির বিশেষায়িত চিকিৎসার সম্ভাবনা খতিয়ে দেখতে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিভিন্ন হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছে।

গেল শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে ওই হাসপাতালের আইসিইউতেই চিকিৎসাধীন ছিলেন হাদি। তার অবস্থা বেশ সংকটাপন্ন। 

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন