ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৫:১২, ১৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৫:১২, ১৯ ডিসেম্বর ২০২৫
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দলীয় দুই কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে দলটি।
শুক্রবার বিকাল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি স্থগিত করা হয়েছে।
এছাড়াও, বিকেল ৪টায় কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কর্মসূচিও আপাতত স্থগিত রাখা হয়েছে।
এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘পূর্বঘোষিত দু’টি কর্মসূচি স্থগিত এবং রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে।’
শুক্রবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির এক সিনিয়র নেতা জানান, আজকের বৈঠকে কোন নির্দিষ্ট এজেন্ডা থাকছে না। তবে বৈঠকটি অবশ্যই গুরত্বপূর্ণ। হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দেশে ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষিতেই মূলত এই বৈঠক ডাকা হয়েছে।
এছাড়াও বৈঠকে দলীয় সাংগঠনিক বিষয় এবং আসন্ন কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
এএ
ব্যাংকার প্রতিবেদন