ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৯:১৭, ২৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৯:১৮, ২৫ ডিসেম্বর ২০২৫
দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর অফুরান ভালোবাসায় সিক্ত। সংবর্ধনাস্থল রাজধানীর ৩০০ ফিটে মঞ্চে উঠে হাত নেড়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। উচ্ছ্বসিত নেতাকর্মীরা হাত নেড়ে অভিবাদন জানান তারেক রহমানকে।
তারেক রহমান বলেন, সন্তান হিসেবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে। কিন্তু সেই মানুষটি যাদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন— অর্থাৎ আপনারা, এই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। সেজন্যই আজ হাসপাতালে যাওয়ার আগে আপনাদের প্রতি এবং টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন– আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি।
বক্তব্যের শুরুতে তিনি বলেন, আজ প্রথমেই আমি রাব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ-কোটি শুকরিয়া জানাতে চাই। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি, আপনাদের দোয়ায় আপনাদের মাঝে আসতে পেরেছি।
তারেক রহমানকে বরণ করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছিল বিএনপি। কুড়িল থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত সড়কের দুই পাশে তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন রঙের ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে। সারাদেশ থেকে বিএনপি নেতা-কর্মীরা ঢাকায় এসেছেন প্রিয় নেতাকে দেখার জন্য। বাস, লঞ্চ, ট্রেন ও মাইক্রোবাসে ঢাকায় আসেন নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমানটি। বিমানবন্দরে পৌঁছানোর পর তারেক রহমানকে বরণ করেন শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।
বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের একটি অংশজুড়ে মঞ্চ তৈরি করা হয়। বুধবার রাতের মধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হয়। ৪৮ ফুট দীর্ঘ, ৩৬ ফুট প্রশস্ত ও সড়ক থেকে ৮ ফুট উঁচুতে এ মঞ্চ তৈরি করা হয়। প্রায় ৯০০ মাইক লাগানো হয় রাজধানীতে। এয়ারপোর্ট থেকে শুরু করে আবদুল্লাহপুর, বিশ্বরোড, বনানী হয়ে মহাখালী, যমুনা ফিউচার পার্ক, ৩০০ ফিটের রাস্তা ধরে কাঞ্চন ব্রিজ পর্যন্ত লাগানো হয় এসব মাইক। পুরো এলাকা সিসি টিভির নিয়ন্ত্রণে ছিল।
সংবর্ধনাস্থলের বাইরে নেতাকর্মীদের ঢল ৩০০ ফিট ছাড়িয়ে বিমানবন্দর সড়ক, উত্তরা-বনানী পর্যন্ত পৌঁছায়। এই লক্ষ্যে দলটি সংবর্ধানস্থল ও আশপাশের সড়কে ৯ শতাধিক মাইকের ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থানে ডিজিটাল এলইডি ডিসপ্লে স্থাপন করা হয়।
মঞ্চের সামনে ও দুই সাইডের নিরাপত্তার জন্য ২৫ থেকে ৩০ ফুট পর্যন্ত বিশেষ ব্যারিকেড ছিল। ব্যারিকেডের বাইরে উভয়পাশে নেতাকর্মীরা তারেক রহমানকে শুভেচ্ছা জানান।
এএ
ব্যাংকার প্রতিবেদন