ঢাকা, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

২৫ ভাদ্র ১৪৩২, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

এসবিএসি ব্যাংকের ব্যামেলকো সম্মেলন অনুষ্ঠিত

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৭:৪০, ৩০ আগস্ট ২০২৫ | আপডেট: ১৭:৪০, ৩০ আগস্ট ২০২৫

এসবিএসি ব্যাংকের ব্যামেলকো সম্মেলন অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংক পিএলসির ব্রাঞ্চ অ্যান্টি মানিলন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ব্যামেলকো) সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংক খাতে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে করণীয় ও কৌশল নিয়ে আলোচনা করেন বক্তারা। 

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে হাইব্রিড পদ্ধতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) ও এসইভিপি মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন বিএফআইইউইয়ের অতিরিক্ত পরিচালক ড. মো. রায়হানুল ইসলাম এবং এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্বে) মো. রবিউল ইসলাম।

সম্মেলনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউইয়ের যুগ্ম পরিচালক মো. আনোয়ারুল হক ও রাজিব হাসান। ধন্যবাদ জ্ঞাপন করেন এসবিএসি ব্যাংকের ডেপুটি ক্যামেলকো ও ভিপি এএনএম মেজবাহুল হাসান।

সম্মেলনে মানি লন্ডারিং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে প্রয়োজনীয় পরামর্শ দেন বক্তারা।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন