ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২১:৫৮, ২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২১:৫৮, ২ সেপ্টেম্বর ২০২৫
বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক পিএলসির নতুন ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিয়েছেন তারেক রেফাত উল্লাহ খান।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে এ নিয়োগ কার্যকর হয়েছে।
ব্যাংকের পরিচালনা পর্ষদ তাকে এ পদে নিয়োগ দেয়। গত ২৭ মে থেকে তিনি ব্যাংকের এমডি ও সিইও (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নিয়োগ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, ‘তারেক রেফাত উল্লাহ খান ব্র্যাক ব্যাংকের জন্য আদর্শ নেতা। তার ভিশন, সততা ও নেতৃত্ব ব্যাংককে আস্থার, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানে পরিণত করবে। এর ইতিবাচক প্রভাব পড়বে গ্রাহক, ব্যাংকিং খাত, সমাজ ও দেশের ওপর।’
গত এপ্রিলে তারেক রেফাত উল্লাহ খানকে ব্যবসায়িক প্রবৃদ্ধি, উদ্ভাবন ও প্রতিষ্ঠানের রূপান্তরে অবদানের স্বীকৃতি হিসেবে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও করপোরেট এবং ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান করা হয়।
২০১৭ সালে ব্র্যাক ব্যাংকে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট প্রধান হিসেবে যোগ দেন তারেক রেফাত উল্লাহ খান। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক, এবি ব্যাংক ও আইএফআইসি ব্যাংকে প্রায় তিন দশক কাজ করেন। করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং, লেনদেনভিত্তিক ব্যাংকিং এবং ঝুঁকি ব্যবস্থাপনায় তিনি বিশেষ দক্ষতা দেখিয়েছেন। ইস্টার্ন ব্যাংকে দায়িত্ব পালনের সময় তিনি সিইও ও চেয়ারম্যানস অ্যাওয়ার্ড পান।
কর্মজীবনের পাশাপাশি তিনি ভারত, মালয়েশিয়া, বাহরাইন, জার্মানি ও ইতালিতে ঋণ কাঠামো, ঝুঁকি ব্যবস্থাপনা, করপোরেট গভর্ন্যান্স, নেতৃত্ব ও আন্তর্জাতিক বাণিজ্যে উচ্চতর প্রশিক্ষণ নেন। তারেক রেফাত উল্লাহ খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি.কম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.কম (মার্কেটিং) এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন।
এছাড়া যুক্তরাজ্যের ওমেগা পারফরম্যান্স করপোরেশন থেকে ক্রেডিট রিস্ক অ্যাসেসমেন্ট সার্টিফিকেশন ও যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে সিনিয়র এক্সিকিউটিভ লিডারশিপ প্রোগ্রাম সম্পন্ন করেছেন তিনি।
এএ
ব্যাংকার প্রতিবেদন