ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৭:৩৭, ৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৩৭, ৩ সেপ্টেম্বর ২০২৫
ইস্টার্ন ব্যাংক (ইবিএল) ও সার্ভিস প্লাটফর্ম সেবা এক্সওয়াইজেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
এ উপলক্ষে সম্প্রতি ইবিএল প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় ইবিএল ব্যাংকের ডিএমডি ও রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং হেড এম খোরশেদ আনোয়ার এবং সেবা এক্সওয়াইজেডের প্রতিষ্ঠাতা ও সিইও আদনান ইমতিয়াজ হালিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ইবিএল লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট হেড শারমিন আতিক, প্রায়োরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং হেড তানজেরি হক ও রিটেইল অ্যালায়েন্স হেড ফারজানা কাদের এবং সেবা এক্সওয়াইজেডের সিওও রোনাল্ড মিকি গোমেজ ও এভিপি কমার্শিয়াল নুদরাত নাওয়ার নদী উপস্থিত ছিলেন।
এএ
ব্যাংকার প্রতিবেদন