ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫

৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ জ্বিলকদ ১৪৪৬

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মুনাফা ৩৩০০ কোটি টাকা

দি ব্যাংকার ডেস্ক

প্রকাশ: ১৮:৩৩, ৭ মে ২০২৫ | আপডেট: ১৮:৩৪, ৭ মে ২০২৫

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মুনাফা ৩৩০০ কোটি টাকা

২০২৪ সালে বহুজাগতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ৩ হাজার ৩০০ কোটি টাকা নিট বা প্রকৃত মুনাফা অর্জন করেছে। এটিই এখন পর্যন্ত দেশের ব্যাংক খাতের ইতিহাসে সর্বোচ্চ মুনাফা। সবচেয়ে বেশি মুনাফা অর্জনকারী দেশি তিন ব্যাংক ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক ও পূবালী ব্যাংকের মোট মুনাফার চেয়ে কিছুটা বেশি মুনাফা করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। ওই ৩ ব্যাংক মিলে মুনাফা করেছে ৩ হাজার ২২৬ কোটি টাকা।

ব্যাংকটির আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, ২০২১ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ৭৫৮ কোটি টাকার নিট মুনাফা করে। ২০২২ সালে ব্যাংকটির নিট মুনাফার পরিমাণ ছিল ১ হাজার ৬৫৫ কোটি টাকা, যা ২০২৩ সালে বেড়ে হয় ২ হাজার ৩৩৫ কোটি টাকা। ২০২৪ তা আরও বেড়ে হয়েছে ৩ হাজার ৩০০ কোটি টাকা।

২০২৪ সালে ব্যাংকটি ঋণ দিয়ে সুদ আয় করেছে ৩ হাজার ১ কোটি টাকা, আমানতের বিপরীতে সুদ দিয়েছে ২ হাজার ৮৪০ কোটি টাকা। বিনিয়োগ, কমিশন ও অন্যান্য সেবা থেকে আয় করেছে ২ হাজার ৭৮৮ কোটি টাকা। সব মিলিয়ে পরিচালন আয় হয় ৫ হাজার ৫০১ কোটি টাকা। অফিস খরচ, বেতন-ভাতাসহ অন্যান্য পরিচালন খরচ হয় ৯০৬ কোটি টাকা। নিরাপত্তা সঞ্চিতি ও কর পরিশোধের পর প্রকৃত মুনাফা হয় ৩ হাজার ৩০০ কোটি টাকা।

দেশে গত ১২০ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। সারা দেশে ব্যাংকটির ১৮টি শাখা, ১টি ইসলামিক উইন্ডো ও ৩টি গ্রাহকসেবা কেন্দ্র রয়েছে। গত বছর শেষে ব্যাংকটির ঋণের পরিমাণ ছিল ৩০ হাজার ৬ কোটি টাকা। খেলাপি ঋণের হার ২ দশমিক ৭৯ শতাংশ। মূলধনসহ অন্য আর্থিক সূচকেও ব্যাংকটি ঈর্ষণীয় পর্যায়ে।

/আআ

আরও পড়ুন