ঢাকা, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

২৩ আশ্বিন ১৪৩২, ১৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে কালেকশন বুথ চালু করল এবি ব্যাংক

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৭:১৪, ৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৭:১৪, ৭ অক্টোবর ২০২৫

জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে কালেকশন বুথ চালু করল এবি ব্যাংক

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে একটি কালেকশন বুথ চালু করেছে এবি ব্যাংক। মহাখালী শাখার অধীনে পরিচালিত এ বুথ হাসপাতালের সব ধরনের ফি জমা নেয়াসহ চিকিৎসক, নার্স ও স্টাফদের পে-রোল সুবিধা দেবে।

এ উপলক্ষে সোমবার এক অনুষ্ঠানে বুথটির উদ্বোধন ঘোষণা করেন এবি ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মিজানুর রহমান এবং জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. গোলাম সারওয়ার, চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মেহেদী, এবি ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের প্রধান তানিয়া সাত্তার এবং মহাখালী শাখার শাখা ব্যবস্থাপক চৌধুরী এ.এন.এম মোশারফ আলী বেগসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন