ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৯:০১, ৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৯:০২, ৩ নভেম্বর ২০২৫
আইএফআইসি ব্যাংক পিএলসির বিভিন্ন পদে কর্মরত ৭৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। এ নিয়ে চলতি বছর বেসরকারি ব্যাংকটির বিভিন্ন পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৭ জনে।
রোববার (০২ নভেম্বর) রাজধানীর আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার উপস্থিতিতে ২৫ জন কর্মকর্তার হাতে সরাসরি পদোন্নতির চিঠি তুলে দেয়া হয়।
এছাড়া ব্যাংকের বিভিন্ন শাখা ও উপশাখায় কর্মরত আরো ৪৯ জনের কাছে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে পদোন্নতির চিঠি পাঠানো হয়।
পেশাগত উৎকর্ষের ধারাবাহিক অর্জন ও উন্নতির প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এই পদোন্নতি।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এএ
ব্যাংকার প্রতিবেদন