ঢাকা, রোববার, ২৩ নভেম্বর ২০২৫

৮ অগ্রাহায়ণ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

লিঙ্গবৈষম্য ও যৌন হয়রানি প্রতিরোধে ব্যাংক এশিয়ার কর্মশালা

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২২:০৩, ৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ২২:০৩, ৬ নভেম্বর ২০২৫

লিঙ্গবৈষম্য ও যৌন হয়রানি প্রতিরোধে ব্যাংক এশিয়ার কর্মশালা

লিঙ্গবৈষম্য ও যৌন হয়রানি প্রতিরোধ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাংক এশিয়া পিএলসির উদ্যোগে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৪ নভেম্বর) রাজধানীর লালমাটিয়ায় ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে (বিএআইটিডি) এই কর্মশালা আয়োজন করা হয়।

ব্যাংক এশিয়ার এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট রুমানা আখতার তুলি কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন।

লিঙ্গ বৈষম্য ও যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ে অংশগ্রহণকারীদের সচেতনতা ও উপলব্ধি বাড়ানোই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

ব্যাংকের বিভিন্ন শাখা ও করপোরেট অফিসের কর্মকর্তাগণ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ ধরনের কর্মসূচির আয়োজন একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও পারস্পারিক সম্মানজনক কর্মপরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে ব্যাংক এশিয়ার প্রতিশ্রুতির প্রতিফলন।

এএ

 

এতে ব্যাংকের বিভিন্ন শাখা ও করপোরেট অফিসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন