ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

৮ অগ্রাহায়ণ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে সিটিজেনস ব্যাংকের এমওইউ স্বাক্ষর

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৯:১৭, ১৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৯:১৭, ১৩ নভেম্বর ২০২৫

জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে সিটিজেনস ব্যাংকের এমওইউ স্বাক্ষর

জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ) ও সিটিজেনস ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এর আওতায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে সর্বজনীন পেনশন স্কিমের গ্রাহক নিবন্ধন ও মাসিক চাঁদা সংগ্রহের সুবিধা দেবে ব্যাংকটি।

এ উপলক্ষে বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে অর্থ বিভাগের সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় এনপিএর নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খান ও সিটিজেনস ব্যাংকের এমডি আলমগীর হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন