ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫

৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ জ্বিলকদ ১৪৪৬

পেমেন্ট সেবা ‘ওয়্যার ৩৬৫’ চালু করলো ব্র্যাক ব্যাংক

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৮:১২, ১২ মে ২০২৫ | আপডেট: ১৮:১২, ১২ মে ২০২৫

পেমেন্ট সেবা ‘ওয়্যার ৩৬৫’ চালু করলো ব্র্যাক ব্যাংক

‘ওয়্যার ৩৬৫’ নামক পেমেন্ট সেবা চালুর লক্ষ্যে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান জে.পি. মরগান পেমেন্টসের সাথে কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এই পেমেন্ট সেবার আওতায় ছুটির দিনসহ বছরে ৩৬৫ দিন রিয়েল-টাইম ক্রসবর্ডার বা আন্তঃদেশীয় সেটেলমেন্ট সেবা উপভোগ করা যাবে।

এই চুক্তির ফলে পেমেন্ট সুবিধায় যুক্ত হলো এক নতুন মাত্রা, যা এই অঞ্চলের আন্তঃদেশীয় আর্থিক লেনদেনকে করবে আরও ঝামেলাহীন ও নির্ভুল।

বর্তমান দুনিয়ায় দ্রুততা এবং সহজপ্রাপ্যতাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়। জে.পি. মরগান পেমেন্টসের ‘ওয়্যার ৩৬৫’ সুবিধাটি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে গ্রাহকদের ক্রমবর্ধমান প্রয়োজন পূরণে সহায়তা করে। এর ফলে, আর্থিক প্রতিষ্ঠানগুলো জরুরি ক্রসবর্ডার লেনদেনগুলো দ্রুত ও তাৎক্ষণিকভাবে সম্পন্ন করতে পারবে। 

এই সেবা পাওয়া যাবে সাপ্তাহিক ছুটির দিনেও। বাংলাদেশসহ পৃথিবীর অল্প কিছু দেশে শুক্রবার ও শনিবারে সাপ্তাহিক ছুটি থাকে, যেখানে বিশ্বের বেশিরভাগ দেশগুলোতেই এই সাপ্তাহিক ছুটি পালন করা হয় শনিবার ও রোববারে। এর ফলে ক্রসবর্ডার সেটেলমেন্টের জন্য সপ্তাহে মাত্র চার দিন সময় পাওয়া যায়। 

এ ক্ষেত্রে ‘ওয়্যার ৩৬৫’র মাধ্যমে গ্রাহকরা এখন বছরের ৩৬৫ দিনই ক্লায়েন্টদের কাছে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এর ফলে প্রতিদিনের সেটেলমেন্টে গতি ও স্বচ্ছতা নিশ্চিত হবে।

গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা এবং প্রযুক্তিগত উৎকর্ষতার সাথে তাল মিলিয়ে ‘ওয়্যার ৩৬৫’ ব্যবসা, সরকারি খাত, আর্থিক প্রতিষ্ঠান এবং নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর জরুরি ক্রসবর্ডার সেটেলমেন্টে দ্রুততা ও নিরাপত্তা নিয়ে এসেছে। এছাড়াও এই সুবিধাটির মাধ্যমে সেসব গ্রাহকরাও উপকৃত হবেন, যারা এই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে প্রতিনিয়ত ক্রসবর্ডার লেনদেন করে থাকেন। 

গ্রাহকদের বৈচিত্র্যময় ও পরিবর্তনশীল ব্যাংকিং প্রয়োজন মেটাতে তাদের আধুনিক ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা দেওয়ার ব্যাপারে এটি ব্র্যাক ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংবাদ বিজ্ঞপ্তি।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন