ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫

৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ জ্বিলকদ ১৪৪৬

ব্র্যাক ব্যাংকে ‘কমপ্লায়েন্স মিট’ অনুষ্ঠিত

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৮:০৪, ১৭ মে ২০২৫ | আপডেট: ১৮:০৪, ১৭ মে ২০২৫

ব্র্যাক ব্যাংকে ‘কমপ্লায়েন্স মিট’ অনুষ্ঠিত

বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ কর্মকর্তাদের জন্য সম্প্রতি ‘কমপ্লায়েন্স মিট’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকিংয়ের বিধিবিধান মেনে চলার গুরুত্ব তুলে ধরার জন্য এই ‘কমপ্লায়েন্স মিট’-এর আয়োজন করে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এই ইভেন্টে ঢাকা সাউথ রিজিয়ন ব্রাঞ্চ নেটওয়ার্কের প্রায় ১৩০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ আয়োজনের প্রধান উদ্দেশ্য ছিল ব্র্যাক ব্যাংকের কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং নৈতিক ব্যাংকিং চর্চার একটি সংস্কৃতি গড়ে তোলা।

অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের যুগ্ম পরিচালক মো. ইমরানুর হাসান ‘কনটেম্পোরারি অ্যান্ড ইমার্জিং এএমএল অ্যান্ড সিএফটি রিস্কস এবং কেস স্টাডি’ বিষয়ে একটি সেশন পরিচালনা করেন। 

তিনি অ্যান্টি মানি লন্ডারিং (এএমএল) এবং কমব্যাটিং দ্য ফাইন্যান্সিং অব টেররিজম (সিএফটি) নিয়ে বর্তমান সময়ের বিভিন্ন চ্যালেঞ্জ সবার সামনে তুলে ধরেন। এছাড়াও তিনি গ্রাহকদের আমানত রক্ষা এবং অন্যান্য ঝুঁকি কমাতে ব্যাংকের সব নিয়মনীতি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম আরএফ হোসেন, ডিএমডি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, ডিএমডি ও ক্যামেলকো চৌধুরী মঈনুল ইসলাম, হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়েন্স এম সারোয়ার আহমেদ, সিনিয়র জোনাল হেড ফর নর্থ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক একেএম তারেক, সিনিয়র ডেপুটি ক্যামেলকো খান মো. গোলাম শাহরিয়ার, রিজিওনাল হেড সাজিয়া হোসেন এবং হেড অব ব্রাঞ্চ গভর্ন্যান্স মো. রবিউল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএ

 

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন