ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫

৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ জ্বিলকদ ১৪৪৬

প্রাইম ব্যাংকের সঙ্গে বিএইচএল গ্রুপের চুক্তি

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৮:০৩, ১৯ মে ২০২৫ | আপডেট: ১৮:০৩, ১৯ মে ২০২৫

প্রাইম ব্যাংকের সঙ্গে বিএইচএল গ্রুপের চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি ও বিএইচএল গ্রুপের মধ্যে পে-রোল ব্যাংকিং সেবা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তির আওতায় বিএইচএল গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা প্রাইম ব্যাংকের কার্ড, লোন সুবিধাসহ বিশেষায়িত ব্যাংকিং সেবা পাবেন। এছাড়া করপোরেট পেমেন্ট সেবাও তারা সার্বক্ষণিকভাবে উপভোগ করতে পারবেন।

সম্প্রতি গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী ও বিএইচএল গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন ফাইন্যান্স ডিরেক্টর স্বপন কুমার ঘোষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস ও বিএইচএল গ্রুপের এজিএম (মানবসম্পদ ও প্রশাসন প্রধান) মো. আব্দুল্লাহ আল নোমান, এজিএম (আইসিটি) মো. হাফিজুর রহমান, এজিএম (প্রধান হিসাবরক্ষক) মো. মতিউর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।—বিজ্ঞপ্তি

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন