ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

২ মাঘ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

ঢাকা ব্যাংকের নতুন এমডি ও সিইও ওসমান এরশাদ ফয়েজ

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২১:৩৫, ১১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২১:৩৫, ১১ জানুয়ারি ২০২৬

ঢাকা ব্যাংকের নতুন এমডি ও সিইও ওসমান এরশাদ ফয়েজ

ঢাকা ব্যাংক পিএলসি নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দায়িত্ব গ্রহণ করেছেন ওসমান এরশাদ ফয়েজ।

আজ রোববার (১১ জানুয়ারি) তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। ঢাকা ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ওসমান এরশাদ ফয়েজের আন্তর্জাতিক ব্যাংকিং খাতে ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি বিভিন্ন বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানে শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং কৌশল, প্রযুক্তি, পরিচালনা ব্যবস্থা, ডিজিটাল রূপান্তর, কোর ব্যাংকিং প্ল্যাটফর্ম ও ফিনটেক খাতে তার দক্ষতা ঢাকা ব্যাংকের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ঢাকা ব্যাংকে যোগ দেয়ার আগে ওসমান এরশাদ ফয়েজ ২০২৫ সালের জানুয়ারি থেকে ইস্টার্ন ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক ব্যাংকিং ও ফিনটেক পরামর্শক প্রতিষ্ঠান এশিয়া ফিট এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন।

ওসমান এরশাদ ফয়েজের কর্মজীবনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দায়িত্বও রয়েছে। তিনি এএমটিডি ডিজিটালের চিফ ইনফরমেশন অ্যান্ড অপারেটিং অফিসার এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সিঙ্গাপুরের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার হিসেবে কাজ করেছেন।

এছাড়া তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ইস্টার্ন হেমিস্ফিয়ার অঞ্চলের হোলসেল ব্যাংকিং বিভাগের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি পাঁচ বছর সিঙ্গাপুর ক্লিয়ারিং হাউস অ্যাসোসিয়েশনের পরিচালক ছিলেন।

প্রযুক্তিনির্ভর নেতৃত্ব ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলায় তার অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে তিনি ওয়ার্ল্ড সিআইও ২০০ সামিটে ‘লেজেন্ড’ অ্যাওয়ার্ড পান। নারী নেতৃত্ব ও ব্যবসায়ে নারীদের অগ্রগতিতে ভূমিকার জন্য তিনি ইনভলভ, ফিনান্সিয়াল টাইমস ও ইয়াহু ফাইন্যান্সের সহায়তায় প্রকাশিত হিরোস গ্লোবাল রোল মডেল তালিকায় একাধিকবার অন্তর্ভুক্ত হয়েছেন।

ওসমান এরশাদ ফয়েজ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (অনার্স) এবং এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি ইনসিয়াড এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাঈদ বিজনেস স্কুলে নির্বাহী শিক্ষা কর্মসূচিও সম্পন্ন করেছেন। ১৯৯৩ সালে আমেরিকান এক্সপ্রেসে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার পেশাগত জীবন শুরু হয়।

নতুন দায়িত্ব গ্রহণের পর ওসমান এরশাদ ফয়েজ বলেন, তিনি গ্রাহক ও নিয়ন্ত্রক সংস্থার আস্থা আরও জোরদার করবেন, প্রযুক্তি ও প্রক্রিয়ায় আধুনিকায়ন আনবেন এবং ব্যক্তি, ব্যবসা ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য সেবার মান উন্নত করার চেষ্টা করবেন।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন