ঢাকা, রোববার, ২৫ মে ২০২৫

১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৭ জ্বিলকদ ১৪৪৬

প্রাইম ব্যাংক ও ল্যাভেন্ডার সুপার স্টোরের মধ্যে চুক্তি সই

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২২:০৩, ২৪ মে ২০২৫ | আপডেট: ২২:০৪, ২৪ মে ২০২৫

প্রাইম ব্যাংক ও ল্যাভেন্ডার সুপার স্টোরের মধ্যে চুক্তি সই

প্রাইম ব্যাংক পিএলসি ও ল্যাভেন্ডার কনভিনিয়েন্স স্টোর লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই হয়েছে। এ অংশীদারত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকেরা ল্যাভেন্ডার সুপার শপ থেকে কেনাকাটায় বিশেষ সুবিধা পাবেন।

আজ শনিবার (২৪ মে) প্রাইম ব্যাংকের গুলশান করপোরেট অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে সই করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ চৌধুরী ও ল্যাভেন্ডার কনভিনিয়েন্স স্টোর লিমিটেডের পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার টি ডি পাকির।

এ চুক্তির আওতায় ল্যাভেন্ডার সুপার শপের বিভিন্ন আউটলেটে প্রাইম ব্যাংক পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন সরবরাহ করবে। এতে গ্রাহকেরা সহজ ও নিরাপদ উপায়ে কার্ড ব্যবহার করে কেনাকাটা করতে পারবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল, ল্যাভেন্ডার কনভিনিয়েন্স স্টোর লিমিটেডের হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং আব্দুল মাতিন তারেক ও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তির উদ্দেশ্য হচ্ছে গ্রাহক অভিজ্ঞতা আরও উন্নত করা, ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করাসহ বিশ্বস্ত গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা নিশ্চিত করা। —বিজ্ঞপ্তি

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন