ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২০:২০, ৪ জুন ২০২৫ | আপডেট: ২০:২১, ৪ জুন ২০২৫
ইউনিয়ন ব্যাংক পিএলসির নবগঠিত পরিচালনা পর্ষদের ৩৯তম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) ব্যাংকটির প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমদ।
সভায় পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, স্বতন্ত্র পরিচালক ড. শহিদুল ইসলাম জাহীদ ও মোহাম্মদ সাইফুল আলম এবং ব্যাংকের এমডি ও সিইও মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এছাড়া ডিএমডি শফিউদ্দিন আহমেদ কার্যোপলক্ষে সভায় যোগদান করেন।
সভায় ব্যাংকের ব্যবসা সম্প্রসারণ ও গ্রাহকসেবার মান বৃদ্ধিকল্পে ইস্যুভিত্তিক বিশদ পর্যালোচনান্তে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এএ
ব্যাংকার প্রতিবেদন