ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১১:০৭, ১ জুলাই ২০২৫ | আপডেট: ১১:০৭, ১ জুলাই ২০২৫
বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক মধুমতি ব্যাংক পিএলসির ৮৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার অনুষ্ঠিত এই সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসমাইল হোসেন, নিমাই কুমার সাহা, সালাউদ্দিন আলমগীর, মোস্তফা কামাল, তানজিমা বিনতে মোস্তফা, হুমায়ুন কবির বাবলু, সুলতানা জাহান, এ মান্নান খান, ফেরদৌসি ইসলাম, তানভীর আহমেদ মোস্তফা, মো. মাহবুবুর রহমান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম।
এছাড়া ‘আন্তর্জাতিক এমএসএমই দিবস ২০২৫’ উদযাপন করেছে মধুমতি ব্যাংক পিএলসি। সম্প্রতি ঢাকায় ব্যাংকের ভিআইপি রোড শাখায় প্রকাশ্য ঋণ বিতরণ কর্মসূচি ও এসএমই গ্রাহকদের সঙ্গে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুমতি ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম। এ সময় এসএমই বিভাগের প্রধান জাহিদ আল মুনতাসির এবং ভিআইপি রোড শাখার ব্যবস্থাপক মো. গিয়াস উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও এসএমই গ্রাহকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যাংকের এসএমই উদ্যোক্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় এবং তাদের মূল্যবান মতামত গ্রহণ করা হয়।
এএ
ব্যাংকার প্রতিবেদন