ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

২ শ্রাবণ ১৪৩২, ২১ মুহররম ১৪৪৭

ব্র্যাক ব্যাংকের আমানত বেড়ে সাড়ে ৮ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৮:০৮, ১৬ জুলাই ২০২৫ | আপডেট: ১৮:০৮, ১৬ জুলাই ২০২৫

ব্র্যাক ব্যাংকের আমানত বেড়ে সাড়ে ৮ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে

চলতি বছরের প্রথম ছয় মাসে ব্র্যাক ব্যাংকের শাখা নেটওয়ার্ক সাড়ে ৮ হাজার কোটি টাকার নিট আমানত প্রবৃদ্ধি অর্জন করেছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমানত প্রবৃদ্ধির এ তথ্য জানানো হয়। 

জানুয়ারি-জুন এই ছয় মাসে ব্র্যাক ব্যাংক দেশজুড়ে তাদের সব শাখার মাধ্যমে সাড়ে আট হাজার কোটি টাকার নিট ডিপোজিট সংগ্রহ করেছে। এই সময়ে ব্যাংকে জমা হওয়া আমানতের বিপরীতে গ্রাহকের তুলে নেওয়া অর্থ বাদ দিয়ে এই নিট আমানতের হিসাব করা হয়েছে।

ব্যাংকটি বলছে, আমানতের এ প্রবৃদ্ধি আমানত সংগ্রহে ব্যাংকটির টেকসই উদ্যোগেরই প্রতিফলন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত কয়েক বছর ধরে ব্র্যাক ব্যাংকের দেশজুড়ে শাখা নেটওয়ার্কের এই লক্ষণীয় আমানত প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্যাংকটির শাখা নেটওয়ার্কের এমন মাইলফলক ব্যাংকিং খাতে আমানত সংগ্রহে নতুন বেঞ্চমার্ক তৈরি করে চলেছে।

এ সাফল্য উদ্‌যাপনের লক্ষ্যে মঙ্গলবার ঢাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করে ব্যাংকটি।

এ সময় শাখা নেটওয়ার্ক প্রধানদের সঙ্গে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও (চলতি দায়িত্ব) তারেক রেফাত উল্লাহ খান এবং ডিএমডি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড, ক্লাস্টার হেড এবং ব্রাঞ্চ ম্যানেজারসহ সিনিয়র জোনাল হেড (নর্থ) একেএম তারেক এবং সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন