ঢাকা, রোববার, ২০ জুলাই ২০২৫

৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৭

সীমান্ত ব্যাংকের এজিএমে ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

সীমান্ত ব্যাংকের এজিএমে ৫% স্টক লভ্যাংশ অনুমোদন

প্রকাশ: ১১:১৭, ১৮ জুলাই ২০২৫ | আপডেট: ১১:১৮, ১৮ জুলাই ২০২৫

সীমান্ত ব্যাংকের এজিএমে ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

সীমান্ত ব্যাংক পিএলসির নবম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদিত হয়েছে।

সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।

সভায় ব্যাংকের পরিচালকবৃন্দের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদন অনুমোদিত হয়। উক্ত সভায় নিরীক্ষক নিয়োগ এবং পরিচালকবৃন্দের নির্বাচন সম্পন্ন হয়। 

সভাপতির স্বাগত বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ব্যাংকের উল্লেখযোগ্য কিছু আর্থিক নির্দেশক স্টেকহোল্ডারদের উদ্দেশে তুলে ধরেন। তিনি ব্যাংকের আর্থিক মূলভিত্তি আরো মজবুত করার উপর গুরুত্বারোপ করেন। আগামী দিনে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে সীমান্ত ব্যাংক আরো বেশি ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ব্যাংকের সেবার উৎকর্ষতার মাধ্যমে গ্রাহকের আস্থা ও বিশ্বাস অর্জন করে আগামীদিনে ব্যাংকিং সেক্টরের প্রতিকূলতা ও প্রতিযোগিতা মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য দিকনির্দেশনা প্রদান করেন তিনি।  

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ২০১৬ সালে ৪০০ কোটি টাকা মূলধন নিয়ে ব্যাংকের যাত্রা শুরু করে আজকে শেয়ারহোল্ডার্স ইকুইটি উন্নীত হয়েছে ৫৭৭ কোটি টাকায়। তিনি বলেন, ব্যাংক ২০২৪ সালে উল্লেখযোগ্য পরিমাণ প্রবৃদ্ধি অর্জন করেছে।

তিনি উপস্থিত স্টেকহোল্ডারদের আশ্বস্ত করেন, সীমান্ত ব্যাংক তার লক্ষ্যে অবিচল থাকবে। ব্যাংকের পরিচালনা পর্ষদ, শেয়ারহোল্ডারবৃন্দ, গ্রাহক, বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ ব্যাংকসহ সকল নিয়ন্ত্রক সংস্থার কাছে তাদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের শেয়ারহোল্ডার, পরিচালক, বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য স্টেকহোল্ডারবৃন্দ।

এএ

সীমান্ত ব্যাংকের এজিএমে ৫% স্টক লভ্যাংশ অনুমোদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন