ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৮:১১, ১৮ জুলাই ২০২৫ | আপডেট: ১৮:১৩, ১৮ জুলাই ২০২৫
জনসাধারণের দোরগোড়ায় আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে দেশের দক্ষিণাঞ্চলের পটুয়াখালী জেলার আলীপুরে উপশাখা চালু করেছে বেসরকারি খাতের মার্কেন্টাইল ব্যাংক।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ‘আলীপুর উপশাখা’ ভার্চুয়ালি উদ্বোধন করেন ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এএসএম ফিরোজ আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকরা মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা ও ড. জাহিদ হোসেন এবং সিএফও ড. তাপস চন্দ্র পাল।
আলীপুর উপশাখায় বক্তব্য প্রদান করেন এলাকার ব্যবসায়ী মহিউদ্দিন মুসল্লি সুলতান ও সেলিম হাওলাদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপিবৃন্দ শাহ মো. সোহেল খুরশীদ ও মো. ইকবাল রেজওয়ান এবং মানবসম্পদ বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মো. সালাউদ্দিন খান।
উদ্বোধনী অনুষ্ঠানে আলীপুর উপশাখায় আরও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মো. হোসেন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও খেপুপাড়া শাখা প্রধান মো. ফারুক শিকদার, আলীপুর উপশাখার ইনচার্জ মো. ইমাম হোসেনসহ বিপুল সংখ্যক অতিথি ও গ্রাহকবৃন্দ।
উল্লেখ্য, মার্কেন্টাইল ব্যাংকের ৪৮তম আলীপুর উপশাখা খেপুপাড়া শাখার নিয়ন্ত্রণাধীন।
এএ
ব্যাংকার প্রতিবেদন