ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২১:৩০, ২৫ জুলাই ২০২৫ | আপডেট: ২১:৩১, ২৫ জুলাই ২০২৫
শরীয়াহ্ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে বগুড়ার নিউমার্কেটে পূবালী ব্যাংক পিএলসি’র ইসলামী ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএমডি মোহাম্মদ ইছা। বগুড়া অঞ্চলপ্রধান ও ডিজিএম এএসএম রায়হান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন শাখা ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম।
এ সময় স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও শুভানুধ্যায়ীসহ পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
এএ
ব্যাংকার প্রতিবেদন