ঢাকা, রোববার, ২৭ জুলাই ২০২৫

১১ শ্রাবণ ১৪৩২, ০১ সফর ১৪৪৭

ইউসিবির ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৬:২৫, ২৬ জুলাই ২০২৫ | আপডেট: ১৬:২৫, ২৬ জুলাই ২০২৫

ইউসিবির ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউসিবির ব্যবসায়িক কার্যক্রম, কৌশলগত অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়।

 সম্প্রতি সাভারের বিসিডিএমে আয়োজিত এ সভায় ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহীর উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যদের মধ্যে ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যরা এবং এমডি ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় বেশকিছু কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে ঝুঁকিহীন ও টেকসই ঋণ বিতরণে জোরারোপ, অভ্যন্তরীণ প্রক্রিয়া ও মানবসম্পদ ব্যবস্থাপনায় আধুনিক কৌশল গ্রহণ, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার পরিধি আরো বৃদ্ধীকরণ এবং আমানতের ইতিবাচক ধারা বজায় রাখা।

এক বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ইউসিবির নিট আমানত বেড়েছে ৭ হাজার ৭৮৩ কোটি টাকা, যা ৬ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। বর্তমানে ইউসিবির ঋণ ও আমানতের অনুপাত (এডিআর) ৮৭ দশমিক ৫ শতাংশ, যা আগের বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরের তুলনায় উন্নত। অনেক ব্যাংক যেখানে অতিরিক্ত ঋণ বিতরণের ফলে তারল্যসংকটে ভুগছে, ইউসিবি সেখানে শক্তিশালী অবস্থান গড়ে তুলেছে।

ব্যবসায়িক পর্যালোচনা সভায় ইউসিবির পরিচালনা পর্ষদ কর্মীদের নিষ্ঠা ও পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। তাদের মতে, এই অর্জন ব্যাংকের কর্মদক্ষতা এবং গ্রাহকদের অবিচল আস্থার ফলাফল। ইউসিবি বর্তমানে দেশের অন্যতম স্থিতিশীল ও টেকসই আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।  

ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, এই সভা ইউসিবির ভবিষ্যৎ পরিকল্পনা ও কৌশল নির্ধারণে এক মাইলফলক হিসেবে কাজ করবে। গ্রাহকদের আস্থা ও কর্মীদের দক্ষতায় ইউসিবি আগামী দিনেও দেশের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

এএ

 

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন