ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২২:৩৩, ২৭ জুলাই ২০২৫ | আপডেট: ২২:৩৩, ২৭ জুলাই ২০২৫
বেসরকারি খাতের সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হোসেন খালেদ। তিনি ব্যাংকটির একজন উদ্যোক্তা পরিচালক।
রোববার (২৭ জুলাই) সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাকে এ পদে নির্বাচিত করা হয়। হোসেন খালেদ বর্তমান চেয়ারম্যান আজিজ আল কায়সারের স্থলাভিষিক্ত হবেন।
হোসেন খালেদ সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটি এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্য।
তিনি ব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান সিটি ব্রোকারেজ লিমিটেড এবং সিটি হংকং লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
জনাব খালেদ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চার মেয়াদে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ বেটার বিজনেস ফোরামের কো-চেয়ারম্যান ও ইন্টারপ্রেনিয়ার্স অর্গানাইজেশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
তিনি যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের ইউনিভার্সিটি অব টোলেডো থেকে অ্যাকাউন্টিংয়ে বিবিএ এবং টেক্সাসের টেক্সাস এন্ড এম ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক ব্যাংকিংয়ে এমবিএ সম্পন্ন করেন।
তার বাবা আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন সিটি ব্যাংকের অন্যতম প্রধান উদ্যোক্তা পরিচালক ও চার মেয়াদে চেয়ারম্যান ছিলেন। বর্তমানে হোসেন খালেদ আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
এএ
ব্যাংকার প্রতিবেদন