ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

৬ ভাদ্র ১৪৩২, ২৭ সফর ১৪৪৭

নবনিযুক্ত কর্মকর্তাদের নিয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংকে ট্রেনিং কোর্স

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৬:১১, ১৫ আগস্ট ২০২৫ | আপডেট: ১৬:১১, ১৫ আগস্ট ২০২৫

নবনিযুক্ত কর্মকর্তাদের নিয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংকে ট্রেনিং কোর্স

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র নবনিযুক্ত ৪০ জন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের জন্য ২ দিনব্যাপী ইনডাকশন ট্রেনিং কোর্সের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) ব্যাংকের ট্রেনিং একাডেমীতে ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ট্রেনিং কোর্সের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সেশন চেয়ার হিসেবে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মানব সম্পদ বিভাগ এবং ট্রেনিং একাডেমির প্রধান এ. কে. এম. হাসান রহিম উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমীর ফ্যাকাল্টি মেম্বার ড. মো: মাইন উদ্দিন উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বিভিন্ন ধরণের দিকনির্দেশনা প্রদান করেন এবং কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে সৎ, দক্ষ ও যোগ্য কর্মকর্তা হিসেবে গড়ে তোলার আহবান জানান।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন