ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২১:২২, ১৬ আগস্ট ২০২৫ | আপডেট: ২১:২২, ১৬ আগস্ট ২০২৫
ব্যাংক এশিয়া পিএলসি কিউআর কোডভিত্তিক নগদ উত্তোলন সেবা ‘স্ক্যান টু ক্যাশ’ চালু করেছে। যা প্রচলিত চেকের মাধ্যমে নগদ উত্তোলনের আধুনিক বিকল্প।
এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন ব্যাংকের এএমডি এএনএম মাহফুজ।
এ সময় ডিএমডি এসএম আনিসুজ্জামান, মির্জা আজহার আহমদ ও সৈয়দ জুলকার নাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এখন থেকে ব্যাংকটির গ্রাহকরা এই সেবার মাধ্যমে চেক বা কার্ড ছাড়াই ব্যাংকের যেকোনো শাখা থেকে নগদ টাকা উত্তোলন করতে পারবেন।ে
এএ
ব্যাংকার প্রতিবেদন