ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৬:৫৭, ১৫ মে ২০২৫ | আপডেট: ১৬:৫৭, ১৫ মে ২০২৫
বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রথমবার জন্মস্থান চট্টগ্রামে গিয়ে নিজের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে বন্দরনগরীতে যান তিনি। পরে গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা।
গ্রামীণ ব্যাংকের এই শাখাটি প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছাকাছি স্থাপিত হলেও পরে হাটহাজারীর একটি ভবনে সরিয়ে নেওয়া হয়। মুহাম্মদ ইউনূসের ক্ষুদ্রঋণের ধারণা নিয়ে ১৯৮৩ সালের ২ অক্টোবর পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে গ্রামীণ ব্যাংক।
গ্রামীণ ব্যাংকের শাখা পরিদর্শনের পর প্রধান উপদেষ্টা হাটহাজারীর বাথুয়া গ্রামে নিজের পৈতৃক বাড়ি পরিদর্শন করেন। পূর্বপুরুষদের কবর জিয়ারত করেন। সেখানকার স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন।
তার আগে সকালে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এরপর তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দুপুরে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে। সেখানে তাকে সম্মানসূচক ডি-লিট প্রদান করা হয়।
এএ
ব্যাংকার প্রতিবেদন