ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

৬ ভাদ্র ১৪৩২, ২৭ সফর ১৪৪৭

দেশে প্রথম এসএমই খাতে প্রিপেইড কার্ড চালু

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৮:১৫, ১০ আগস্ট ২০২৫ | আপডেট: ১৮:১৫, ১০ আগস্ট ২০২৫

দেশে প্রথম এসএমই খাতে প্রিপেইড কার্ড চালু

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য দেশে প্রথম ‘কোম্পানিয়ন প্রিপেইড কার্ড’ যৌথভাবে চালু করেছে মাস্টারকার্ড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং সেবা পে। বি-টু-বি প্ল্যাটফর্মে লেনদেনকারী এসএমই রিটেইলারদের জন্য বিশেষভাবে তৈরি এই কার্ডটি ছোট ব্যবসার ক্রমবর্ধমান লেনদেনের চাহিদা পূরণে সহায়ক হবে।

এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমইএসপিডি) নওশাদ মোস্তফা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাফকাত হোসেন এবং হেড অব কার্ডস আবু বকর সিদ্দিক; মাস্টারকার্ডের ডিরেক্টর জাকিয়া সুলতানা এবং মার্চেন্ট অ্যান্ড কমার্স লিড জুবায়ের হোসেন; সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের চেয়ারম্যান রায়হান শামসি; সেবা ফিনটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইলমুল হক সজীব এবং সেবা পে’র চেয়ারম্যান আদনান ইমতিয়াজ হালিম।

এই বিশেষ প্রিপেইড কার্ড ব্যবহার করে ক্ষুদ্র ব্যবসায়ীরা সেবা পে-এর নানা ব্যবসায়িক সুবিধা সহজে ব্যবহার করতে পারবেন। যেমন, সময়মতো টাকা পরিশোধ করা বা ব্যবসার নগদ লেনদেন (ক্যাশ ফ্লো) সঠিকভাবে পরিচালনা করা—সবই করা যাবে একটি মাত্র প্ল্যাটফর্ম থেকে। এর জন্য কোনো প্রচলিত ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হবে না।

সহজে ব্যবহারযোগ্য এই কার্ডটি ব্যাংকিং সেবার বাইরে থাকা ব্যবসায়ীদের জন্য এক যুগান্তকারী আর্থিক হাতিয়ার হিসেবে কাজ করবে।

নতুন কার্ডটিতে রয়েছে এনএফসি সুবিধাসম্পন্ন কনট্যাক্টলেস পেমেন্ট, রিয়েল-টাইম ব্যালেন্স দেখা, এটিএম থেকে টাকা তোলা এবং দেশ-বিদেশে অনলাইন ও অফলাইনে ব্যবহারের সুবিধা। কার্ডধারীরা ভ্রমণ, লাইফস্টাইল এবং রেস্তোরাঁয় খরচের ক্ষেত্রে মাস্টারকার্ডের বিশেষ কিছু অফার ও সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি, দেশের ৯ হাজারের বেশি মার্চেন্ট আউটলেটে আকর্ষণীয় ছাড় ও অফার উপভোগ করতে পারবেন।

এসএমই কার্ডের পাশাপাশি একটি কনজিউমার প্রিপেইড কার্ডও চালু হয়েছে, যাতে সাধারণ মানুষও সেবা পে-এর সেবা সহজভাবে ব্যবহার করতে পারেন। এই দুই ধরনের কার্ডই ফিজিক্যাল এবং ভার্চুয়াল—দু’ভাবেই পাওয়া যাবে।

এমটিবি, মাস্টারকার্ড এবং সেবা পে-এর এই উদ্যোগ বাংলাদেশের এসএমই খাতকে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির নতুন পথে এগিয়ে নেবে। এই কার্ডগুলো নতুন প্রজন্মের উদ্যোক্তা ও গ্রাহকদের জন্য নিয়ে এসেছে নিরাপদ, সহজ ও ঝামেলামুক্ত লেনদেনের সুযোগ।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “ডিজিটাল ব্যাংকিংয়ে এমটিবি’র উদ্ভাবনী যাত্রায় এটি আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সেবা পে ও মাস্টারকার্ডের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা হাজারো মানুষের হাতের মুঠোয় ব্যাংকিং পৌঁছে দিচ্ছি। অ্যাকাউন্ট ছাড়াই তারা আধুনিক আর্থিক সেবা সহজে নিতে পারছেন।”

সেবা পে-এর চেয়ারম্যান আদনান ইমতিয়াজ হালিম বলেন, “সেবা পে-তে আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে লেনদেনকে আরও সহজ করা। মাস্টারকার্ড ও এমটিবি’র সহায়তায় চালু হওয়া এই কো-ব্র্যান্ডেড কার্ডের মাধ্যমে গ্রাহকরা সহজে পেমেন্ট করতে পারেন, রিয়েল-টাইমে তাদের অর্থের অবস্থান জানতে পারেন এবং কোনো প্রচলিত ব্যাংকিং চ্যানেলের ওপর নির্ভর না করেই আত্মবিশ্বাসের সঙ্গে ডিজিটাল অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন।”

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও সেবা পে-এর সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল পেমেন্টের পরিধি আরও বিস্তৃত করতে পেরে আমরা আনন্দিত। দেশের প্রথম এসএমই কম্প্যানিয়ন প্রিপেইড কার্ড আমাদের ডিজিটাল গ্রহণযোগ্যতা বাড়ানো এবং সহজ, নিরাপদ ও সময়োপযোগী পেমেন্ট সমাধানের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার অঙ্গীকারেরই অংশ।”

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন