নানা কারণেই গোটা বিশ্বে মুসলমানদের মধ্যে দীর্ঘ দিন থেকে সুদমুক্ত জীবনযাপনের ব্যবস্থা করার প্রবল আকাঙ্ক্ষা ছিল। তারা চাচ্ছিল সুদভিত্তিক অর্থনীতি পরিহার করে সুদমুক্ত অর্থনীতি প্রতিষ্ঠা করতে। মুসলমানদের দীর্ঘ দিনের এ কামনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের উদ্দেশ্যে এগিয়ে আসেন মিসরের কিছু অভিজ্ঞ আলেম ও ইসলামী স্কলার। তারা ব্যাপক গবেষণার মাধ্যমে ইসলামী ব্যাংকের প্রাথমিক রূপরেখা তৈরি করেন। অতঃপর মিসরের নাগরিক ড. আহমদ নাজ্জারের নেতৃত্বে এবং তার ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৬৩ সালে মিসরের মিতগামর নামক স্থানে প্রথম ইসলামী ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়