ইসলাম যে সব সম্পদ উৎপাদনশীল খাতে বিনিয়োগ যোগ্য বা প্রবৃদ্ধির যোগ্য সে সম্পদের উপর যাকাত ফরজ করেছে, চাই সে সম্পদ কোনো কারবারে বিনিয়োগ করা হোক বা অকেজো ফেলে না রেখে যাকাত দিতে হবে। যাকাতের সৌন্দর্য এতে যে, যাকাত পুঁজিকে অলসভাবে বেকার ফেলে রাখার সুযোগ দেয় না। যাকাত পুঁজিপতিদেরকে বাধ্য করে যেন তারা তাদের পুঁজিকে লোহার সিন্দুকে আবদ্ধ না রেখে উৎপাদনশীল কারবারে বিনিয়োগ করে। যাতে সাধারণ লোকদের রোজগারের পথ খোলাসা হয়, আর তাদের সম্পদ বৃদ্ধি পায় এবং জীবন মানের উন্নতি সাধিত হয়