ঢাকা, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

২১ আশ্বিন ১৪৩২, ১৩ রবিউস সানি ১৪৪৭

পল্লী সঞ্চয় ব্যাংকে বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৭:৩৯, ২৮ আগস্ট ২০২৫ | আপডেট: ১৭:৪০, ২৮ আগস্ট ২০২৫

পল্লী সঞ্চয় ব্যাংকে বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

পল্লী সঞ্চয় ব্যাংকে ১২ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এই বুনিয়াদি প্রশিক্ষণ ব্যাংকের মানবসম্পদের ব্যাংকিং জ্ঞান ও কর্মদক্ষতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ্ চৌধুরী।

ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ রুমে আয়োজিত এ কর্মসূচিতে পল্লী সঞ্চয় ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মো. আব্দুল খালেক, ব্যাংকের পরিচালক এবং বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম তালুকদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু। এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপকগণসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, এই বুনিয়াদি প্রশিক্ষণ ব্যাংকের মানবসম্পদের ব্যাংকিং জ্ঞান ও কর্মদক্ষতা বৃদ্ধি করবে। এর ফলে দারিদ্য বিমোচন এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে পল্লী সঞ্চয় ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তারা বিশেষ ভূমিকা রাখতে পারবে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন