ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

৬ ভাদ্র ১৪৩২, ২৭ সফর ১৪৪৭

ফের পিডিবিএলের চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৯:৫৪, ১৬ আগস্ট ২০২৫ | আপডেট: ১৯:৫৪, ১৬ আগস্ট ২০২৫

ফের পিডিবিএলের চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান

আবারও প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিডিবিএল’র নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মজিবুর রহমান। এ ছাড়া যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ ট্রেজারার হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) বার্ষিক সাধারণ সভা গত মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন পিডিবিএলের চেয়ারম্যান ও এমটিবির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান।

সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের চেয়ারম্যন ও ট্রেজারার পুনর্নির্বাচিত হন। নতুন করে নির্বাচিত হন ভাইস চেয়ারম্যান।

এছাড়া সভায় মার্কেন্টাইল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অসীম কুমার সাহাকে আহ্বায়ক করে ৯ সদস্যবিশিষ্ট একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন