ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

৮ অগ্রাহায়ণ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

নারী আইপিএল নিলামে বাংলাদেশের তিন ক্রিকেটার

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১০:৫৭, ২২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৫৯, ২২ নভেম্বর ২০২৫

নারী আইপিএল নিলামে বাংলাদেশের তিন ক্রিকেটার

আসন্ন নারী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় নিলামের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার।

আগামী ২৭ নভেম্বর দিল্লিতে নিলাম অনুষ্ঠিত হবে।

গত নারী ওয়ানডে বিশ্বকাপে দারুণ পারফরমেন্সের সুবাদে পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার এবং স্পিনার রাবেয়া খানকে নিলামের সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশের তিন ক্রিকেটারের ভিত্তি মূল্য ৩০ লাখ রুপি (প্রায় ৪১.৩৩ লাখ টাকা) ধরা হয়েছে।

বিশ্বকাপে সুইং বোলিংয়ে নজর কাড়েন মারুফা। তার বোলিংয়ের প্রশংসা করেছেন শ্রীলংকার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা। আসরে ৬ ম্যাচে ৬ উইকেট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছিলেন মারুফা।

৭ ম্যাচে ব্যাট হাতে ১১৬ রান এবং বল হাতে ৬ উইকেট শিকার করেছেন স্পিন অলরাউন্ডার স্বর্ণা। ৩৪ বলের হাফ-সেঞ্চুরির ইনিংসও খেলেছেন তিনি।

বিশ্বকাপে ব্যাট হাতে ৮৭ রান করার পাশাপাশি বল হাতে ৭ উইকেট নেন স্পিনার রাবেয়া।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন