ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫

৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ জ্বিলকদ ১৪৪৬

সিটি ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৮:১০, ১৩ মে ২০২৫ | আপডেট: ১৮:১১, ১৩ মে ২০২৫

সিটি ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ


পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক চলতি বছরের (২০২৫ সাল) প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ৬৮ পয়সা।

কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। আজ মঙ্গলবার (১৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (১২ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

আলোচিত এই প্রথম প্রান্তিকে সিটি ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১০ টাকা ৫৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ১০ টাকা ৬১ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৫ টাকা ৩৩ পয়সা।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন